প্রান্তিক কৃষকদের মাঝে চুয়াডাঙ্গায় বিনিয়োগের চেক বিতরণ করা হয়েছে। ৩৫৫ কৃষকের মাঝে ৫ কোটি ২৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া বাজারে আল আরাফা ইসলামী ব্যাংক কৃষকদের মাঝে এ বিনিয়োগ বিতরণ করে। কৃষকদের মাঝে বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফার ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লাহ খান।
তিনি বলেন,‘আমরা বেশ কয়েক বছর ধরে কৃষকদের মাঝে বিনিয়োগ করে আসছি চুয়াডাঙ্গায়। ভুট্টা চাষে অল্প মুনাফায় কৃষকরা এ বিনিয়োগ পান। এর ফলে বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে। ভুট্টা চাষ এ জেলায় অনেক বেশি। কৃষকদের পাশে সর্বদা আমরা থাকবো।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম। ভুট্টা চাষের উদ্দেশ্যে কৃষকদের মাঝে এ বিনিয়োগের চেক বিতরণ করা হয়