
মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ১১০ অ্যাম্পুল নেশাজাতীয় মাদক প্যাথেড্রিনসহ এক যুবককে গ্রেফতার করেছে।শনিবার (৬ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে চুয়াডাঙ্গা সদর থানা এলাকার হাট কালুগঞ্জ থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তির নাম তানভীর রহমান সুজন (৩০)।তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার সমুর ডিয়ার গ্রামের আক্কাস আলীর ছেলে।জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলছে।এরই অংশ হিসেবে শনিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল হাট কালুগঞ্জ এলাকার পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে অভিযান চালায়।এ সময় ডিবি পুলিশের সদস্যরা তানভীর রহমান সুজনকে আটক করেন। পরে তার কাছ থেকে ১১০ অ্যাম্পুল প্যাথেড্রিন উদ্ধার করা হয়।অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) তোরগুল হাসান সোহাগ, সৌমিত্র সাহা, এএসআই (নিরস্ত্র) আবু আল ইমরান, সানোয়ার হোসেন ও মোত্তালেব হোসেন।গ্রেফতারকৃত তানভীরের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।