
নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার মিটফোর্ড এলাকার সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠন। রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে জেলার শহর ঘুরে বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা বিএনপির স্বেচ্ছাসেবক ও ছাত্রদলসহ দলটির অঙ্গ সংগঠনের কয়েক‘শো’ নেতাকর্মিরা। এরপর মিছিল শেষ করে বড় বাজার চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করা হয়। এসময় খুলনার মাহাবুব মোল্লা হত্যাকান্ড ও চাঁদপুরের ইমাম সাহেবের উপরে পৈশাচিক হামলার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দলটি।
সভায় দলের নেতাকর্মিরা বলেন, ‘এসব হত্যা কান্ডের বিচারের দাবি জানাছি। অতিদ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি করছি অন্তবর্তিকালিন সরকারের কাছে। এই হত্যা কান্ডের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। ১৯৭১ সালে যারা স্বাধিনতা বিরোধী ছিল তাদের কিছু অংশ এখনো রয়েগেছে। তাই তারা দেশ নায়ক তারেক রহমানের ভাবমুর্তি নষ্ট করে দেয়ার চেষ্টা করছে। তারেক রহমানের দেশের জনগণ ভালোবাসে। এদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালোবাসে। সুতরাং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা বিথা যাবে’।
হুঁশিয়ারি করে দলের নেতাকর্মিরা বলেন, ‘আর একবারও যদি তারেক রহমান ও তারেক জিয়ার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বললে গণআন্দোলন গড়ে তোলা হবে। যে ভাবে সৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়েছে ঠিক সেইভাবে আপনাদের পাকিস্থানে পালাতে হবে। দলের কোনো নেতাকর্মিরা যদি দুর্নীতি চাঁদাবাজি করার চেষ্টা করে তাহলে দল থেকে সড়ে যাওয়ার হুঁশিয়ারি । জনগণের বন্ধু হয়ে আগামি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে বিএনপি’।
চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার ( জাসাস) সাধারণ সম্পাদক সেলিমুল হাবিবের পরিচালনায় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল মনি প্রমুখ।