, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিষাক্ত অ্যালকোহল পানে আরো ১ জনের মৃত্যু, মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা: সারের পর্যাপ্ততা ও সঠিক ব্যবহার নিয়ে আলোচনা, কৃষকদের পাশে থাকার অঙ্গীকার চুয়াডাঙ্গায় মদ্যপানে ৬ জনের মৃত্যু, অসুস্থ ৩ জন চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে ৬ জনের মৃত্যু অসুস্থ হয়ে পড়েছেন তারেক রহমান জীবননগর উথলীতে নিহত দুই ভাইয়ের পরিবারের খোঁজ নিলেন বাবু খান দর্শনায় তারেক রহমানের পক্ষ থেকে স্বর্ণজয়ী জিহাদের হাতে উপহার দিলেন বাবু দামুড়হুদায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৬ লাখ টাকার মাছ মেরে ফেলল দুর্বৃত্তরা শহীদ রফিকুল ইসলামের ১২তম শাহাদাত বার্ষিকীতে চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল ও কবর জিয়ারত চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে বহুল আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’ শিপরা ও স্বামী বাবুল গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা: সারের পর্যাপ্ততা ও সঠিক ব্যবহার নিয়ে আলোচনা, কৃষকদের পাশে থাকার অঙ্গীকার

  • প্রকাশের সময় : ৮ ঘন্টা আগে
  • ৩ পড়া হয়েছে

 

মোঃ আব্দুল্লাহ হক,

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার, ১৩ অক্টোবর সকাল ১০টায় রবি ২৫-২৬ মৌসুমে সারের পর্যাপ্ততা, এর সঠিক ব্যবহার এবং কৃষির আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান সরকার সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ নুরুল ইসলাম, বারি পিএসও হেড কুষ্টিয়া মোঃ মাহবুবুর রহমান দেওয়ান, চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন বোর্ডের পরিচালক সেন দেবাশীষ, এডিডি (পিপি) ডিএই চুয়াডাঙ্গা মিঠু চন্দ্র অধিকারী, চুয়াডাঙ্গা সদর কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসিফ ইকবাল, জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ হোসেন পলাশ, জীবননগর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ পাভেল রানা, বারি কুষ্টিয়ার এসএ মোঃ রাসেল কবির, চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত হার্টিকালসার কর্মকর্তা মোঃ আব্দুল মালেক, বিনা উপকেন্দ্র মাগুরার এস এম ও ডঃ সুশান চৌহান, এবং জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণ রয়। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় সভার সভাপতি ও চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান সরকার জানান, চুয়াডাঙ্গায় সারের কোনো সংকট নেই। তিনি উল্লেখ করেন, গত বছরের তুলনায় এ বছর সরকার চুয়াডাঙ্গায় সারের বেশি বরাদ্দ দিয়েছে। তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দেন যে সার কারসাজি বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষকরা তাদের জমিতে বেশি সার ব্যবহার করছেন, যার কারণে সারের চাহিদা বেশি মনে হচ্ছে। এ বিষয়ে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং গণমাধ্যমসহ সকলকে সারের সুষম বন্টন সম্বন্ধে প্রচার করার অনুরোধ জানান। গুজবে কান না দিয়ে সঠিকভাবে সার ব্যবহার করার আহ্বান জানান তিনি। আগামী চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় ৪৭,৯৫২ জমিতে ভুট্টার আবাদের লক্ষ্যমাত্রা ।
বারি পিএসও হেড কুষ্টিয়া মোঃ মাহবুবুর রহমান দেওয়ান তার বক্তব্যে বলেন, সারের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণেই মূলত সারের সংকট দেখা দিচ্ছে। তিনি সতর্ক করে দেন যে অতিরিক্ত সার ব্যবহারের ফলে জমির ক্ষতি হচ্ছে এবং পরবর্তীতে আবার আবাদ করতে অতিরিক্ত সারের প্রয়োজন হচ্ছে। কর্মকর্তারা আরও জানান, আবাদি জমির পাশাপাশি পুকুরে মাছ চাষ ও তামাক আবাদসহ এমন কিছু ক্ষেত্রে বেশি সার প্রয়োগ করা হচ্ছে যেগুলোর জন্য সাধারণত বরাদ্দ থাকে না। এতে সামগ্রিকভাবে সারের চাহিদা বেড়ে যাচ্ছে এবং কৃষকদের উৎপাদন খরচও বাড়ছে।

সভায় নতুন নতুন ফসলের জাত নিয়ে আলোচনা করা হয়। কর্মকর্তারা চুয়াডাঙ্গার কৃষিকে আধুনিক ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ করেন।
উপস্থিত সকল কর্মকর্তা জেলার কৃষকদের পাশে থাকার এবং সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিষাক্ত অ্যালকোহল পানে আরো ১ জনের মৃত্যু, মৃত্যুর সংখ্যা বেড়ে ৭

চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা: সারের পর্যাপ্ততা ও সঠিক ব্যবহার নিয়ে আলোচনা, কৃষকদের পাশে থাকার অঙ্গীকার

প্রকাশের সময় : ৮ ঘন্টা আগে

 

মোঃ আব্দুল্লাহ হক,

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার, ১৩ অক্টোবর সকাল ১০টায় রবি ২৫-২৬ মৌসুমে সারের পর্যাপ্ততা, এর সঠিক ব্যবহার এবং কৃষির আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান সরকার সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ নুরুল ইসলাম, বারি পিএসও হেড কুষ্টিয়া মোঃ মাহবুবুর রহমান দেওয়ান, চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন বোর্ডের পরিচালক সেন দেবাশীষ, এডিডি (পিপি) ডিএই চুয়াডাঙ্গা মিঠু চন্দ্র অধিকারী, চুয়াডাঙ্গা সদর কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসিফ ইকবাল, জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ হোসেন পলাশ, জীবননগর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ পাভেল রানা, বারি কুষ্টিয়ার এসএ মোঃ রাসেল কবির, চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত হার্টিকালসার কর্মকর্তা মোঃ আব্দুল মালেক, বিনা উপকেন্দ্র মাগুরার এস এম ও ডঃ সুশান চৌহান, এবং জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণ রয়। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় সভার সভাপতি ও চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান সরকার জানান, চুয়াডাঙ্গায় সারের কোনো সংকট নেই। তিনি উল্লেখ করেন, গত বছরের তুলনায় এ বছর সরকার চুয়াডাঙ্গায় সারের বেশি বরাদ্দ দিয়েছে। তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দেন যে সার কারসাজি বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষকরা তাদের জমিতে বেশি সার ব্যবহার করছেন, যার কারণে সারের চাহিদা বেশি মনে হচ্ছে। এ বিষয়ে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং গণমাধ্যমসহ সকলকে সারের সুষম বন্টন সম্বন্ধে প্রচার করার অনুরোধ জানান। গুজবে কান না দিয়ে সঠিকভাবে সার ব্যবহার করার আহ্বান জানান তিনি। আগামী চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় ৪৭,৯৫২ জমিতে ভুট্টার আবাদের লক্ষ্যমাত্রা ।
বারি পিএসও হেড কুষ্টিয়া মোঃ মাহবুবুর রহমান দেওয়ান তার বক্তব্যে বলেন, সারের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণেই মূলত সারের সংকট দেখা দিচ্ছে। তিনি সতর্ক করে দেন যে অতিরিক্ত সার ব্যবহারের ফলে জমির ক্ষতি হচ্ছে এবং পরবর্তীতে আবার আবাদ করতে অতিরিক্ত সারের প্রয়োজন হচ্ছে। কর্মকর্তারা আরও জানান, আবাদি জমির পাশাপাশি পুকুরে মাছ চাষ ও তামাক আবাদসহ এমন কিছু ক্ষেত্রে বেশি সার প্রয়োগ করা হচ্ছে যেগুলোর জন্য সাধারণত বরাদ্দ থাকে না। এতে সামগ্রিকভাবে সারের চাহিদা বেড়ে যাচ্ছে এবং কৃষকদের উৎপাদন খরচও বাড়ছে।

সভায় নতুন নতুন ফসলের জাত নিয়ে আলোচনা করা হয়। কর্মকর্তারা চুয়াডাঙ্গার কৃষিকে আধুনিক ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ করেন।
উপস্থিত সকল কর্মকর্তা জেলার কৃষকদের পাশে থাকার এবং সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।