শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে চুয়াডাঙ্গার বড় বাজার ও আশেপাশের এলাকায় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রবিবার (৩০শে নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চলা এই অভিযানে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আজম অভিযান চলাকালে কয়েকজন ব্যবসায়ী তাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের কাছে সময় প্রার্থনা করেন। মানবিক দিক বিবেচনা ও পরিস্থিতি শান্ত রাখতে তাদের শেষবারের মতো সতর্ক করে কিছুটা সময় দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আজম জানান, শহরের যানজট কমাতে এবং জনচলাচল নির্বিঘ্ন করতে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ শহরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বলে জানান তিনি