শিমুল রেজা
জীবননগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২শে নভেম্বর) বিকালে জীবননগর মুক্তমঞ্চে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।
এসময় তিনি বলেন, কৃষকরাই আমাদের দেশের মূল চালিকাশক্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কৃষি কাজের জন্য আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সরকারি যা বরাদ্দ আসে তা তারা ন্যয্যভাবে বুঝে পাবে।
তিনি আরও বলেন, আজকের সমাবেশ প্রমাণ করে আমরা এখনো কৃষকদের সাথে আছি আগামীতেও থাকব ইনশাআল্লাহ। আমরা ৫৪ বছরের সার সিন্ডিকেট ভেঙে দিতে চাই। যখন খুশি কৃষকরা সার ক্রয় করতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, জেলা তারবিয়াত সম্পাদক জিয়াউল হক, জেলা মাজলিসুল মোফাসসিরিন সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, উপজেলা নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান