
সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ’ এ পতিপাদ্যকে সামনে রেখে প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক বনায়ন সৃজন উপলক্ষে, দামুড়হুদা উপজেলা প্রশাসনের সহোযোগিতায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর ন্যায় শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি মামুনুর রহমান।শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিন। এ সময় কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা উদ্ভুদ্ধ হয়েছি। এখান থেকে আজ প্রতিজ্ঞা করছি অক্সিজেন এর জন্য হলেও আমাদের বাড়ির আঙ্গিনায় একটি-দুটি করে গাছ রোপণ করবো ইনশাআল্লাহ।
কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি মামুনুর রহমান বলেন, আমার প্রানের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ এই মাধ্যমিক বিদ্যালয় বৃক্ষরোপণ করার মাধ্যমে আমার কোমলমতি শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে। মানুষ বেইমানি করলেও গাছ কখনো বেইমানি করবে না! গাছ লাগানো কার্যক্রমটি সত্যিই প্রশংসনীয়।এই বৃক্ষরোপণ কর্মসূচিটিও শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা। প্রতিটি শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে, সবাই যেন অন্তত বাড়ির আঙ্গিনায় একটি করে গাছ রোপণ করি। তাহলেই প্রাণ-প্রকৃতি ও জৈববৈচিত্র রক্ষা করতে পারবো। উপজেলা প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বৃক্ষরোপণ কালে শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।