শিমুল রেজা,
জাতীয় নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান,ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির এই ছাত্রনেতা শাজাহান খান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হয়ে গেছে। নির্বাচন অতি সন্নিকটে। বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। আপনারা প্রতিটি মানুষের কাছে ছোট ছোট দলে বিভক্ত হয়ে ধানের শীষের সালাম পৌঁছাবেন এবং ভোট নিশ্চিত করবেন। আর বসে থাকার সময় নাই। মানুষের কাছে চলে যাবেন, মানুষের কাছে ভোট চাইবেন। ধানের শীষের বিজয় নিশ্চিতে প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে।

ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নেই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা- তা বাস্তবায়ন করতে হবে। এর কোনো বিকল্প নেই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে।

শাজাহান খান আরও বলেন, বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি,চুয়াডাঙ্গা -২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু’র পক্ষে এখনই মাঠে নেমে পড়ুন। মাঠে না নামলে দেশ ধ্বংস হয়ে যাবে। ইতিহাস ঘেঁটে দেখুন, প্রত্যেক বার দেশকে রক্ষা করেছে বিএনপি। এখন আবার দায়িত্ব কাঁধে এসে পড়েছে। মানুষের কাছে যান।





















