, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা শহরের আলতাইবা মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা:গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় ভারতের নিতে হবে

  • প্রকাশের সময় : ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৫৬ পড়া হয়েছে

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনা সরাসরি গণহত্যার নির্দেশ দিয়েছেন। তিনি গণহত্যা চালিয়েছেন। অথচ সেই শেখ হাসিনাকে ভারতের বর্তমান মোদি সরকার আশ্রয় দিয়ে রেখেছে। একজন মানবতাবিরোধী অপরাধী, একজন গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় তাদের নিতে হবে। বুধবার (৯ জুলাই) দুপুর দেড়টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের আলতাইবা মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা ভারত সরকারের প্রতি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। মোদি সরকারকে মনে রাখতে হবে গণমানুষের রক্তের দায় কখনও ধোয়া যায় না।

এনসিপির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, এনসিপি দেশে নতুন রাজনীতির সূচনা করতে চায়। আমরা চাই একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র। যেখানে প্রতিটি মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায়ের নিশ্চয়তা থাকবে। হাজারো মানুষ আমাদের পদযাত্রায় অংশ নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। আমরা সেই ভালোবাসার দায়িত্ব নিতে চাই নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে নিজেদের উৎসর্গ করে।

তিনি আরও বলেন, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। গণতন্ত্র, মানবিকতা, স্বাধীন মত প্রকাশ এবং আইনের শাসনের জন্য তাদের রক্ত ঝরেছে। সেই রক্তের ঋণ শোধ করতে হলে রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তন আনতেই হবে। শুধু সরকারের পরিবর্তন নয়, গোটা রাষ্ট্র কাঠামোই পুনর্গঠনের দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত হাজারো মানুষ করতালি ও স্লোগানে তার বক্তব্যে সাড়া দেন।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের পরিচালনায় পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্যসচিব মোল্লা মো. ফারুক এহসান , ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহসহ চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় ভারতের নিতে হবে

এর আগে দুপুর সাড়ে ১২টায় আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে ‘জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর দুপুর দেড়টায় আলমডাঙ্গা শহরে পথসভা অনুষ্ঠিত হয়। এরপর চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর, দর্শনা ও জীবননগরে আরও তিনটি পথসভা অনুষ্ঠিত হবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবিতে জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

জনপ্রিয়

আলমডাঙ্গা শহরের আলতাইবা মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা:গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় ভারতের নিতে হবে

প্রকাশের সময় : ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনা সরাসরি গণহত্যার নির্দেশ দিয়েছেন। তিনি গণহত্যা চালিয়েছেন। অথচ সেই শেখ হাসিনাকে ভারতের বর্তমান মোদি সরকার আশ্রয় দিয়ে রেখেছে। একজন মানবতাবিরোধী অপরাধী, একজন গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় তাদের নিতে হবে। বুধবার (৯ জুলাই) দুপুর দেড়টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের আলতাইবা মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা ভারত সরকারের প্রতি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। মোদি সরকারকে মনে রাখতে হবে গণমানুষের রক্তের দায় কখনও ধোয়া যায় না।

এনসিপির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, এনসিপি দেশে নতুন রাজনীতির সূচনা করতে চায়। আমরা চাই একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র। যেখানে প্রতিটি মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায়ের নিশ্চয়তা থাকবে। হাজারো মানুষ আমাদের পদযাত্রায় অংশ নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। আমরা সেই ভালোবাসার দায়িত্ব নিতে চাই নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে নিজেদের উৎসর্গ করে।

তিনি আরও বলেন, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। গণতন্ত্র, মানবিকতা, স্বাধীন মত প্রকাশ এবং আইনের শাসনের জন্য তাদের রক্ত ঝরেছে। সেই রক্তের ঋণ শোধ করতে হলে রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তন আনতেই হবে। শুধু সরকারের পরিবর্তন নয়, গোটা রাষ্ট্র কাঠামোই পুনর্গঠনের দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত হাজারো মানুষ করতালি ও স্লোগানে তার বক্তব্যে সাড়া দেন।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের পরিচালনায় পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্যসচিব মোল্লা মো. ফারুক এহসান , ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহসহ চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় ভারতের নিতে হবে

এর আগে দুপুর সাড়ে ১২টায় আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে ‘জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর দুপুর দেড়টায় আলমডাঙ্গা শহরে পথসভা অনুষ্ঠিত হয়। এরপর চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর, দর্শনা ও জীবননগরে আরও তিনটি পথসভা অনুষ্ঠিত হবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবিতে জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।