
আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামে সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের পারিবারিক বাড়িতে গভীর রাতে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে ছড়িয়ে পরিবারের সদস্যদের অচেতন করে প্রায় ১৪ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ টাকা চুরি করে নেয় বলে অভিযোগ উঠেছে। চুরি হওয়া বাড়িটির মালিক এনামুল হক, যিনি একজন স্কুলপ্রধান এবং সাবেক ডিএমপি কমিশনারের ভাই। তিনি জানান, গভীর রাতে হঠাৎ তার মেয়ে চিৎকার দিয়ে উঠে জানায়, ঘরে চোর ঢুকেছে এবং গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে চেতনানাশক স্প্রের প্রভাবে পরিবারের অন্য সদস্যরা সাড়া দিতে পারেননি। পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে পরিবারের সদস্যরা ঘরের বিভিন্ন কক্ষের অবস্থা এলোমেলো দেখতে পান। ড্রয়ার, আলমারি ও বাক্স ভেঙে দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। এনামুল হক জানান, চুরি হওয়া স্বর্ণালঙ্কারগুলো তার মেয়ের বিয়ের জন্য জমা করা হয়েছিল। ঘটনার পর স্থানীয়রা ছুটে এলে পুরো বিষয়টি পরিষ্কার হয়। পরে ৯৯৯-এ ফোন করা হলে আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমান পিপিএম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আমরা খুব শিগগিরই চোরকে শনাক্ত করতে পারব বলে আশাবাদী। অপরাধ যেই করুক, তাকে আইনের আওতায় আনা হবে।” এনামুল হক জানান, তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নাগরিকরা চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।