
মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা : আলমডাঙ্গায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করেছেন আলমডাঙ্গার নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ। সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান, বিএফএ চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক আঃ বারী, আলমডাঙ্গার সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। আরও উপস্থিত ছিলেন বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন এবং আলমডাঙ্গা শাখার সভাপতি শেখ আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। উপজেলার সকল বিসিআইসি ও বিএডিসির সার ডিলাররা এই মতবিনিময় সভায় অংশ নেন।
নবাগত কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, “আলমডাঙ্গা একটি বৃহৎ কৃষিপ্রধান উপজেলা। এখানে কৃষকরা যাতে সঠিক মূল্যে এবং ন্যায্যভাবে সার পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।” তিনি আরও বলেন, প্রত্যেক ডিলারকে তার নিজ নিজ ইউনিয়নের কৃষকদের কাছে নিয়ম মেনে সার বিক্রি করতে হবে।
এসময় কৃষি কর্মকর্তা ডিলারদের বিভিন্ন মতামত শোনেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।