, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জীবননগরে বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ১ চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ কুড়ুলগাছি’র ইমদাদুল আটক ১ রয়েল এক্সপ্রেস ও চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ১৫ দর্শনা সীমান্ত দিয়ে আরও ২২ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ দামুড়হুদা ও কার্পাসডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা মহেশপুর সীমান্ত থেকে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার দামুড়হুদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন দর্শনায় ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক সাংবাদিক নির্যাতনে সর্বোচ্চ ৫ বছরের জেল সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দামুড়হুদায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: চুরি-মাদকসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ২৬ পড়া হয়েছে

 

আলমডাঙ্গা থানা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে একাধিক মামলার পলাতক ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান, পিপিএম। সঙ্গীয় পুলিশ ফোর্সসহ তিনি মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার প্রস্তুতি চলছিল। অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে- উপজেলার আইলহাঁস ইউনিয়নের হাকিমপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে রিপন আলী, ভালাইপুর মাঠপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে ফারুক হোসেন, বলেশ^রপুর গ্রামের মৃত আজিজুল মন্ডলের ছেলে জামিরুল ইসলাম, বক্সিপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে সুজন আলী, রাধিকাগঞ্জ এলাকার মৃত শাহাজাহান হোসেনের ছেলে সোহেল মিনহাজ, গোবিন্দপুর মন্ডলপাড়ার মোসলেম আলীর স্ত্রী কুলছুম খাতুন, ভাংবাড়িয়া এলাকার টুটুল আলীর স্ত্রী চম্পা খাতুন, ভেদামারী গ্রামের মৃত গোলাম গোলাম রহমানের ছেলে মিনহাজ উদ্দিন।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে চুরি, দাঙ্গা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক আইনে মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযানের পর তাদের আলমডাঙ্গা থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চুয়াডাঙ্গা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি মুহা. মাসুদুর রহমান, পিপিএম বলেন, “সাম্প্রতিক সময়ে আলমডাঙ্গা এলাকায় অপরাধ প্রবণতা কিছুটা বেড়েছিল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে আছি। এই বিশেষ অভিযান তারই অংশ। মাদক, চুরি, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের অভিযান চালানো হবে।

এদিকে পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজ। তারা বলছেন, “এ ধরনের অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হলে সমাজে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে।”

জনপ্রিয়

জীবননগরে বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: চুরি-মাদকসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

 

আলমডাঙ্গা থানা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে একাধিক মামলার পলাতক ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান, পিপিএম। সঙ্গীয় পুলিশ ফোর্সসহ তিনি মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার প্রস্তুতি চলছিল। অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে- উপজেলার আইলহাঁস ইউনিয়নের হাকিমপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে রিপন আলী, ভালাইপুর মাঠপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে ফারুক হোসেন, বলেশ^রপুর গ্রামের মৃত আজিজুল মন্ডলের ছেলে জামিরুল ইসলাম, বক্সিপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে সুজন আলী, রাধিকাগঞ্জ এলাকার মৃত শাহাজাহান হোসেনের ছেলে সোহেল মিনহাজ, গোবিন্দপুর মন্ডলপাড়ার মোসলেম আলীর স্ত্রী কুলছুম খাতুন, ভাংবাড়িয়া এলাকার টুটুল আলীর স্ত্রী চম্পা খাতুন, ভেদামারী গ্রামের মৃত গোলাম গোলাম রহমানের ছেলে মিনহাজ উদ্দিন।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে চুরি, দাঙ্গা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক আইনে মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযানের পর তাদের আলমডাঙ্গা থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চুয়াডাঙ্গা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি মুহা. মাসুদুর রহমান, পিপিএম বলেন, “সাম্প্রতিক সময়ে আলমডাঙ্গা এলাকায় অপরাধ প্রবণতা কিছুটা বেড়েছিল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে আছি। এই বিশেষ অভিযান তারই অংশ। মাদক, চুরি, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের অভিযান চালানো হবে।

এদিকে পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজ। তারা বলছেন, “এ ধরনের অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হলে সমাজে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে।”