
চুয়ডাঙ্গার আলমডাঙ্গায় ডায়াবেটিক সমিতির উদ্যোগে ‘ডায়াবেটিস গাইড বই’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় সমিতির কার্যালয়ে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে ইউএনও শেখ মেহেদী ইসলাম বলেন, ‘ডায়াবেটিস একটি ঘাতক রোগ। তবে যদি নিজেকে নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিক সমিতির চিকিৎসকের পরামর্শ মেনে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারেন, তাহলে সুস্থ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। সমাজের বিত্তবানরা যদি এ ধরনের সামাজিক প্রতিষ্ঠানের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে এর কার্যক্রম আরও গতিশীল হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান পিপিএম, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন।
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক হামিদুল ইসলাম আজম, সম্মিলিত ইমাম খতিব পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসেন সাইরাফী, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক মো. ফজলুল হক শামীম, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নাহিদ হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সোহেল হুদা ও সাংবাদিক মুরশেদ কুলিন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম রোকন