১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে
শিমুল রেজা
বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু এক বার্তায় তিনি বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে সেই গণজোয়ারের চূড়ান্ত সফলতা আসবে। ধানের শীষের সাথে মিশে আছে এদেশের কোটি জনতার আবেগ। এটি শুধু বিএনপির প্রতীক নয়, এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষ। জনতার সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গা -২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।১২ফেব্রুয়ারী সকল ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। কোন অপশক্তি সাধারণ মানুষের স্বাধীন ভোটাধিকারে যাতে হস্তক্ষেপ করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের মানুষ ভোট ও ভাতের অধিকার অর্জনের জন্য ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। দেশের মানুষ আর কোন পেশী শক্তির কাছে আত্মসমর্পন করবে না।
মাহমুদ হাসান খান বাবু আরও বলেন, আমার কাছে রাজনীতি কোনও ক্ষমতা নয়, আমার কাছে রাজনীতি হলো দায়িত্ব। আমার কাছে রাজনীতি কোনও সুবিধা নয়, আমার কাছে রাজনীতি হলো সেবা করার মানসিকতা নিয়েই আমি এই চুয়াডাঙ্গায় এসেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে।





















