
জীবননগর থেকে আকছেদুল রহমান : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও এলাকার পরিচিত মুখ শেখ জাহিদুল ইসলাম মুকুল (৪৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি আন্দুলবাড়িয়া ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামের শেখ সিরাজুল ইসলাম রসা’র ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪ টার দিকে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। স্বজনরা সাথে সাথে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। তিনি আন্দুলবাড়িয়া, শাহাপুর ও রায়পুর ফল ও কাঁচামালের বাজার থেকে পেয়ারা, ড্রাগন, মাল্টা ও কমলা লেবু, ধনিয়াপাতা সহ যাবতীয় কাঁচামাল ফল ও সবজি তার নিজস্ব সনেট ট্র্যান্সপোর্টের মাধ্যমে ঢাকা, গাজিপুর, মাওনা, কুমিল্লা, ফেনী, চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করতেন। তার মুত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার অসংখ্য শোকহত মানুষ শেষ বিদায় জানাতে ও এক নজর দেখার জন্য তার বাড়িতে ভীড় করে। ঐদিনই রাত ১০ টায় মরহুমের বাড়ির পার্শ্বে ঈদগা ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে বেদনা বিধুর পরিবেশে তাকে সমাহিত করা হয়। মুত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, মা.ভাই, বোন আত্মীয় স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
আকছেদুল রহমান জীবননগর চুয়াডাঙ্গা।





















