শিমুল রেজা,
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবুকে বিজয়ী করতে দর্শনা পৌর সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য নাহারুল ইসলাম মাস্টার। সোমবার (২১ ডিসেম্বর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে পৃথক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য নাহারুল ইসলাম মাস্টার, তিনি উপস্থিত সবাইকে ভেদাভেদ ভুলে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবেন। তার নিশ্চিত আগমনের খবরে প্রতিপক্ষ দিশাহারা হয়ে পড়েছে এবং প্রলাপ বকতে শুরু করেছে।
নাহারুল ইসলাম মাস্টার আরও জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা নিজেরাই নিজেদের ‘ভালো’ হওয়ার সার্টিফিকেট দিচ্ছেন। কিন্তু কেন তারা একসময় খারাপ ছিলেন বা জনগণ কেন তাদের খারাপ বলে সে বিষয়ে তারা কিছুই পরিষ্কার করেননি। জনগণ এখনো তাদের ভালো মনে করে না। তারা সত্যিই ভালো হলে ১৯৭১ সালের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতেন। এই নির্বাচন কোনো একটি দলের নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই ব্যক্তিগত মতপার্থক্য ও বিভাজন ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

নির্বাচনী প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সজাগ ও সক্রিয় থাকতে হবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে এবং জনে জনে ভোট প্রার্থনা করতে হবে। মানুষের সঙ্গে কথা বলার সময় সর্বোচ্চ শালীনতা ও সৌজন্যের পরিচয় দিতে হবে। কোনোভাবেই নেতাগিরি, ক্ষমতার প্রদর্শন বা দম্ভ দেখানো চলবে না। জনগণের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ধৈর্যের সঙ্গে তাদের প্রশ্ন ও সমস্যার জবাব দিতে হবে। জনগণই বিএনপির মূল শক্তি। তাদের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব। জনগণের সক্রিয় অংশগ্রহণে ধানের শীষ বিপুল ভোটে বিজয় অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।